শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নওয়াজ শরীফের দ্রুত আরোগ্য কামনা শেখ হাসিনার

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সফল ওপেন হার্ট সার্জারিতে সন্তোষ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় এ সন্তোষ প্রকাশ করেন। বার্তায় শেখ হাসিনা বলেন, আপনার অসুস্থতায় আমি শঙ্কিত ছিলাম। এ কারণে লন্ডনে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে। এখন আমি স্বস্তি পেয়েছি এবং আপনার অস্ত্রোপচার সফল হওয়ার খবর শুনে খুবই আনন্দিত।
প্রধানমন্ত্রী বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি আপনি সুস্থ হয়ে উঠুন এবং শিগগিরই ফিরে আসুন। আপনার জন্য সব সময়ই আমাদের দোয়া থাকল।
মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে নওয়াজ শরীফের সফল ওপেন হার্ট সার্জারি হয়।
 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন