রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৩০ জুনের মধ্যে রূপপুর দুর্নীতির তদন্ত প্রতিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৩:২৯ পিএম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের বিছানা-বালিশসহ আসবাব কেনা ও তা ভবনে তোলার দুর্নীতি অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩০ জুনের মধ্যে জমা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (২৩ জুন) সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি একটু গভীরে গিয়ে আমরা তদন্ত করতে চাচ্ছি, দায়সারাভাবে নয়। আমরা ৩০ দিন সময় বাড়িয়েছি। এ সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা প্রতিবেদন প্রকাশের প্রাকটিস করেছি। এ প্রতিবেদনটিও প্রকাশ করবো। আশা করি, ৩০ জুন আমরা প্রতিবেদনটি পেয়ে যাবো। এরপর এফআর টাওয়ারের মতো প্রতিবেদনটা সবার সামনে প্রকাশ করবো। কিছুই আর গোপনীয় থাকবে না।

রেজাউল করিম বলেন, এফআর টাওয়ারের ঘটনায় যেমন ৬২ জনকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। রূপপুরের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শুধু প্রতিবেদনের ভেতরই সীমাবদ্ধ থাকবো না।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন