শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাথাপিছু আয় বাড়বে

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী অর্থ-বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত: গত কয়েক বছর ধরেই দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে। গত ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১ হাজার ১৯০ ডলার।
অর্থমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র্য বিমোচনই আমাদের সকল কর্মকা-ের মূল লক্ষ্য। এ জন্য আমরা সবসময় অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চেষ্টা করছি। পাশাপাশি দারিদ্র্য, অসমতা, নারীর ক্ষমতায়ন স্যানিটেশন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার, গড় আয়ুষ্কাল, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ইত্যাদি সামাজিক সূচকে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন