শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবাসন শিল্প রক্ষার প্রতিফলন নেই-রিহ্যাব

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আবাসন শিল্প সুরক্ষার কোন প্রতিফলন নেই বলে জানিয়েছে। গতকাল অর্থমন্ত্রীর ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতার প্রতিক্রিয়ায় রিহ্যাব এ কথা বলে। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন এবং সহ-সভাপতি (এডমিন) প্রকৌশলী সরদার মো. আমিন এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। অর্থমন্ত্রীর পেশকৃত ও দীর্ঘ সময় ধরে আলোচিত ১৩টি প্রস্তাবনা রিহ্যাবের বিবেচিত হয়নি। ঘোষিত প্রস্তাবিত বাজেটে আবাসন শিল্প রক্ষার্থে আমাদের দাবির পক্ষে কোন প্রতিফলন পাওয়া যায়নি। উপরন্তু এই বাজেট ঘোষণায় আবাসন খাতে প্রস্তাবিত আয়করের পরিমাণ পরিবর্তনের ফলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের মৌলিক অধিকার বাসস্থানের জন্য ব্যয় বেড়ে যাবে। ফলশ্রুতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ২ কোটি মানুষের আয়ের এ খাতটি আরো মুখ থুবড়ে পড়তে পারে। আর আবাসন খাতের এই সংকট ২৬৯ টি লিংকেজ শিল্পকে আরো সংকটে ফেলবে। প্রস্তাবিত জাতীয় বাজেট পাস করার পূর্বে রিহ্যাবের ১৩ দফা দাবি বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন