শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৯২ হাজার ৩৩৭ কোটি টাকা ধার করতে হবে সরকারকে

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা ধার করতে হবে সরকারকে। মূলত ব্যাংক খাত, সঞ্চয়পত্র ও বৈদেশিক ঋণের মাধ্যমে এই অর্থ ধার করা হবে। বাজেট প্রস্তবনা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশে উন্নীত করতে অর্থবছর জুড়ে বিশাল বিনিয়োগ কর্মযজ্ঞ চালাতে হবে সরকারকে।
সেজন্য ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা ধারের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী; যা জিডিপির ৫ শতাংশ। এরমধ্যে ২ শতাংশ ব্যাংক খাত থেকে, ১ দশমিক ৯ শতাংশ বিদেশি উৎস এবং ১ দশমিক ১ শতাংশ সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে। বিদেশি উৎস থেকে নতুন অর্থবছরে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা ধারের পরিকল্পনা করা হয়েছে। চলতি অর্থবছরে যার পরিমাণ ৩১ হাজার ৬৩৫ কোটি টাকা। দেশীয় উৎস থেকে ধারের মধ্যে সরকার ব্যাংকখাত থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি ও সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে ২২ হাজার ৬১০ কোটি টাকা ধারের পরিকল্পনা করেছে। সে হিসেবে ব্যাংকখাত থেকে চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার ২৬৩ কোটি টাকা বেশি এবং সঞ্চয়পত্রের মাধ্যমে ৭ হাজার ৮৯০ কোটি টাকা কম ধার করবে সরকার। অর্থের যোগানে অনিশ্চয়তা না থাকলেও বিশাল ধারের পরিপূর্ণ সুফল পেতে যথাসময়ে উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nazmul Islam Nahid ৩ জুন, ২০১৬, ১১:৪৩ এএম says : 0
এত টাকা কে দিবে?
Total Reply(0)
Julfikar Ali Shohag ৩ জুন, ২০১৬, ১১:৪৪ এএম says : 0
বাহ জনগনের রক্ত বিক্রি করে কি ধার শোধ করবে নাকি?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন