স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন সরকারকে অবৈধ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করা হয়েছে। এতে জনকল্যাণ কিছুই হবে না। গতকাল বৃহস্পতিবার কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটের মিলনায়তনে বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন।
রুহুল কবির রিজভী প্রশ রেখে বলেন, যে সরকারের কোনো বৈধতা নেই, সেই সরকার আবার কিসের বাজেট ঘোষণা করছে। লুটপাটের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন