রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমিরাতে বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় ৭১ লাখ ৩০ হাজার টাকা অনুদান

ইনকিলাবসহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

‘আমিরাতে বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় প্রবাসীর ৫০ হাজার দিরহাম অনুদান’ শিরোনামে গত ২৬ মে ’১৯ দৈনিক ইনকিলাবে এবং এ নিয়ে আরো কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসছেন শিক্ষানুরাগী ধনাঢ্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। স্বদেশপ্রেম, প্রবাসে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশি ক্যারিকুলামে বাংলা ভাষা শিক্ষা প্রদানে আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ গড়ে ওঠা এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত স্মারক হিসেবে বিদেশের মাটিতে দৃষ্টান্ত হয়ে থাকবে এমন প্রত্যাশায় প্রবাসীরা এগিয়ে আসছেন।
ইতোমধ্যে স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের সহায়তায় অনুদানের চেক প্রদান করেছেন আলহাজ্ব মোহাম্মদ আকতার হোসেন সিআইপি ১ লাখ দিরহাম ও মোহাম্মদ আশিক মিয়া সিআইপি ৫০ হাজার দিরহাম। গত সোমবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এ চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, ৮ সদস্য বিশিষ্ট স্কুল উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মুছা, সাংগঠনিক সম্পাদক সুবোধ চৌধুরী, কার্যনির্বাহী সম্পাদক সি এম আবদুল্লাহ, দপ্তর সম্পাদক সাহাবউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নানসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
এছাড়াও অনুদানের ঘোষণা দিয়েছেন, শাহজাহান বাবলু সিআইপি ৬০ হাজার, আলহাজ্ব আবদুল হাকিম ৫০ হাজার ও আলহাজ্ব আবুল হোসেন ৫০ হাজার দিরহাম। এ পর্যন্ত ঘোষিত এবং চেক প্রদানসহ মোট অনুদানের পরিমাণ ৩ লাখ ১০ হাজার দিরহাম। যা বাংলাদেশি প্রায় ৭১ লাখ ৩০ হাজার টাকা। তাই প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের সহায়তায় এগিয়ে আসা শিক্ষানুরাগীদের অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ ও প্রবাসীরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Bharot Batpar ৪ জুলাই, ২০১৯, ৭:১৯ এএম says : 0
Who is go'na study there in this college, Arabians ? We all Bangladeshies r busy in our job (Work place). Do we or our Bangladeshi workers have children in these countries ? Ambassy children study in American schools & colleges. Why spoiling money here ? I don't support at all.
Total Reply(1)
CHOWHDURY ৪ জুলাই, ২০১৯, ১:০০ পিএম says : 4
Better spent your money in Bangladesh which will be poor people will be helpful,

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন