শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

তেলের উৎপাদন ওপেকের সঙ্গে একমত নয় ইরান

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ ভিয়েনায় শুরু হওয়া ওপেকের বৈঠকে তেলের উৎপাদনে একটি সীমারেখা টেনে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এর সদস্য দেশগুলো। কিন্তু ইরানের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে, এ ধরনের কোনো উদ্যোগে তাদের সমর্থন নেই। বরং তারা জাতীয় কোটা ব্যবস্থায় ফিরে যেতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরান আন্তর্জাতিক তেলের বাজারে ফিরে এসেছে খুব বেশি দিন হয়নি। ঠিক এ রকম একটি সময়ে দুর্বল অপরিশোধিত তেলের বাজার চাঙ্গার উদ্যোগে সহায়তার অংশ হিসেবে উত্পাদনে লাগাম টানার কোনো ইচ্ছে নেই বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের তেল-বিষয়ক মন্ত্রী জাঙ্গানেহ জানান, তেল উত্পাদন সীমিত করলে সেখান থেকে ইরান লাভবান হবে না। তবে দেশগুলো কোটার ভিত্তিতে তেল উত্পাদন করতে পারে। অবশ্য ওপেকের চলমান বৈঠকেই এ ধরনের কিছুতে সমঝোতা হবে তা বলা যায় না। তিনি আশা করছেন, ওপেকের বর্তমান মহাসচিব লিবিয়ার আবদাল্লা এল-বাদরির উত্তরসূরি নির্বাচনে গুরুত্ব দেয়া হবে এ বৈঠকে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল ওপেকসহ তেল উত্পাদনে শীর্ষস্থানীয় দেশগুলো দোহায় বৈঠক করে। রাশিয়াও উপস্থিত ছিলো সেখানে। সে সময় সমন্বিতভাবে তেল উত্পাদন স্থগিতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বৈঠক থেকেও নিজেদের দূরে রেখেছিল ইরান। তবে এবারের বৈঠকে অংশ নিচ্ছে দেশটি। গত মাসে দৈনিক মাত্র ২০ লাখ ব্যারেলের কিছু বেশি পরিমাণে তেল রফতানি করেছে ইরান। তবে বর্তমানে দৈনিক ৩৮ লাখ ব্যারেল তেল উত্তোলনের সুবাদে তেল রফতানি খুব শিগগিরই দ্বিগুণে উন্নীত হবে বলে আশা করছে দেশটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন