বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কক্সবাজার যাচ্ছেন আজ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শণ করতে আজ বুধবার কক্সবাজার আসছেন। তাঁর সাথে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও কক্সবাজার সফরে আসবেন, জানা গেছে। আবহাওয়া অনুকুলে থাকলে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কে বহনকারি হেলিকপ্টার সরাসরি ঢাকা থেকে উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে। আবহাওয়া দ‚র্যোগপ‚র্ণ হলে কক্সবাজার বিমানবন্দরে বান কি মুনের হেলিকপ্টার অবতরণ করবে।

ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব অফিসের একজন উর্ধ্বতন কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন। বান কি মুন বুধবারই হেলিকপ্টার যোগে ঢাকা হয়ে বাংলাদেশ ত্যাগ করবেন।

প্রসঙ্গত, বান কি মুন ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিকমানের জলবায়ু সম্মেলন ‘গেøাবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এ যোগ দিতে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমাসহ দু’দিনের সফরে মঙ্গলবার বিকেলেই বাংলাদেশে আসবেন বলে সিডিউল রয়েছে। একইসাথে বান কি মুন তাঁর সফরে কক্সবাজারের খরুস্কুলে আশ্রায়ন প্রকল্প ও রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শণের জন্য ৬ ঘন্টার কর্মস‚িচও রেখেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন