কর্পোরেট ডেস্ক ঃ গত বছর স্যাটেলাইট শিল্পের রাজস্বে বছরওয়ারি ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় বিশ্বজুড়ে শিল্প খাতটি থেকে আয় হয়েছে ২০ হাজার ৮০০ কোটি ডলারের কিছু বেশি। সম্প্রতি স্যাটেলাইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এসআইএ) একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এসআইএর পক্ষ থেকে প্রতিবেদনটি তৈরি করেছে ওয়াশিংটনভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা পরামর্শক সংস্থা তোরি গ্রæপ। এতে দেখা গেছে, রাজস্ব প্রবৃদ্ধিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর অর্জিত মোট রাজস্বের ৪৩ শতাংশই এসেছে বিশ্বের শীর্ষ অর্থনীতি থেকে। রাজস্ব প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে স্যাটেলাইট সেবা খাতের। সার্বিকভাবে এ খাতের রাজস্ব ৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এছাড়া স্যাটেলাইট ব্রডব্যান্ড ও ভূপর্যবেক্ষণ সেবার রাজস্বও বেড়েছে ১০ শতাংশের বেশি হারে। অবশ্য এর বিপরীত চিত্র দেখা গেছে স্যাটেলাইট উেক্ষপণ শিল্পে। গত বছর এ খাতের রাজস্ব কমেছে ৯ শতাংশ। গত বছর স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং খাতের রাজস্ব বেড়েছে ৪ শতাংশ হারে। বছর শেষে এ রাজস্বের আকার দাঁড়িয়েছে ১ হাজার ৬৬০ কোটি ডলার। ২০১৫ সালে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইটের মোট কার্যাদেশে এসেছে ১৭টি। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই পেয়েছে ১১টি কার্যাদেশ। সবচেয়ে নাটকীয় পরিবর্তন দেখা গেছে ভূপ্রদক্ষিণরত স্যাটেলাইটের সংখ্যায়। গত বছর শেষে এ ধরনের স্যাটেলাইটের সংখ্যা ছিল ১ হাজার ৩৮১টি। ২০১৪ সাল শেষে পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান কার্যকর স্যাটেলাইটের সংখ্যা ছিল ১ হাজার ২৬১টি। গত চার বছরে এ সংখ্যায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন