অনলাইনের মাধ্যমে বিটিসিএল-এর টেলিফোন বিল গ্রহণের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেসন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশানে এক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির ফলে বিটিসিএল সকল গ্রাহকগণ তাদের টেলিফোন বিল শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখাতে জমা দিতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং বাংলাদেশ টেলিকমিউনিকেসন কোম্পানী লিমিটেড (বিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কবির হোসেন ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. শাহ্জাহান সিরাজ ও এম আখতার হোসেন এবং বিজনেস ডেভোলপমেন্ট এন্ড লাইবিলিটি মার্কেটিং বিভাগের প্রধান ও এসইভিপি মুশ্তাক আহমেদ, বিনিয়োগ বিভাগের প্রধান ও এসইভিপি মোঃ মাহমুদুল হক, জনসংযোগ বিভাগগের প্রধান ও ভিপি মো. সামছুদ্দোহা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেসন কোম্পানী লিমিটেড (বিটিসিএল)-এর সদস্য অর্থ মো. আবু সাইদ খান, এফসিএ, সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) আবু আইয়ুহাল মো. মোয়াসির, প্রধান কর্মাধ্যক্ষ, ঢাকা টেলিযোগাযোগ অঞ্চল (দক্ষিণ) খান আতাউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আইয়ুব রাজা পাহ্লবী, পরিচালক (রাজস্ব-১) মো. মাসুদ হাসান, পরিচালক (রাজস্ব-২) মো. শওকত আলী মিঞা, পচিলাক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ, পরিচালক, ঢাকা টেলিযোগাযোগ (পশ্চিম) অঞ্চল সঞ্জীব কুমার ঘটক ও সিস্টেম এনালিস্ট, কম্পিউটার সেন্টার শেখ শহীদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন