বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আর্থিক প্রণোদনা দেওয়া হবে ওষুধ শিল্পে

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদিত ওষুধ দেশের অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে বিশ্বের ১১৭টি দেশে রপ্তানি করছে। যা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে আরো ভালোভাবে এগিয়ে নিতে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাজার ও পণ্য বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশীয় ওষুধের বাজার স¤প্রসারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে। ২০৩৩ সাল পর্যন্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের প্যাটেন্টিংয়ের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া সুবিধা বহাল থাকবে বলেও জানান মন্ত্রী। সময় তিনি ২০২১ সালের মধ্যে দেশের রপ্তানির পরিমাণ ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলারে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চীনসহ বিশ্বের ৮০টি দেশের চার শতাধিক কোম্পানি তিন দিনব্যাপী এ ফার্মা এক্সপোতে অংশ নিয়েছে। ওষুধ শিল্প সংক্রান্ত এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষ হবে আজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন