শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সামাজিক দ্বন্দ্বের কারণে নির্বাচনে সহিংসতা : হানিফ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবারের ইউপি নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতার কারণে সহিংসতা ঘটেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এজন্য অস্তিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অর্থ উপ-কমিটির সঙ্গে অন্য সব উপ-কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, প্রতিটি সরকার চায় শান্তি বজায় থাকুক, কোনো সরকার সহিংসতা চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচনে সহিংসতা মোকাবেলায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।
সভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপ-কমিটিকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা কত দূর হয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, এবারের আওয়ামী লীগের সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের অধিক ডেলিগেট উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমরা ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি-বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দলের স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় নেতা এ এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন