শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অনিয়ম-সহিংসতার দায় ইসির : বিএনপি

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম-সহিংসতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। গতকাল দুপরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
সেলিমা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। এ সরকারের অধীনে কাজ করছে ইসি। কমিশন যদি স্বাধীনই হতো তাহলে এ সহিংসতা রোধ করা যেতো। ভোটে সব অনিয়ম সহিংসতার দায় নির্বাচন কমিশনের, এ সরকারের। শেষ ধাপের ভোটের অনিয়মের অভিযোগ তুলে ধরতে বিএনপি প্রতিনিধি দল আগের পাঁচ ধাপের মতো গতকাল বেলা দু’টার পরে সিইসির সঙ্গে সাক্ষাত করে দাবি করেন, এ পর্যন্ত ইউপি ভোটে ১১৩ জনের প্রাণহানি হয়েছে। অধিকাংশ ইউপিতে ক্ষমতাসীনরা প্রশাসন ও পুলিশের সহায়তায় কেন্দ্র দখল, অনিয়ম করেছে।
আধ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা বলেন, প্রতিবারই অভিযোগ জানাতে আসি সিইসির কাছে, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। সিইসি বরাবরের মতো বলতে থাকেন-আমরা ব্যবস্থা নিচ্ছি, আগামীতে উন্নতি হবে পরিস্থিতি। বাস্তবে সেই একইচিত্র-সহিংসতা, অনিয়ম, দখল অব্যাহত রয়েছে। চলমান ইউপি ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয়-তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, সিইসিকে আমরা বলেছি এ ইউপি ভোটে আমাদের উপলব্ধি হয়েছে আপনাদের ও এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রমাণ হয়েছে- তত্ত্বাবধায়ক সরকার থাক, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন দরকার নির্দলীয় ব্যবস্থা।
বর্তমান ইসির অধীনে আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা? জানতে চাইলে সেলিমা বলেন, এ নিয়ে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীতে। আমরা ইউপি দেখেছি, সব পর‌্যালোচনা করে দলীয় ফোরাম সিদ্ধান্ত দেবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আ্ওয়াল খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন