সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অ্যানুয়াল বিজনেস কনফারেন্স-২০১৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সালেহীনের সভাপতিত্বে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, এসএএম হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, এসএস নিজামুদ্দীন আহমেদ এবং নজমুল হক চৌধুরী। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, কাজী এএসএম আনিসুল কবির, মোঃ মোতালেব হোসেন এবং সারাদেশ থেকে আগত ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানগণ উক্ত সম্মেলনে যোগদান করেন। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন