কর্পোরেট রিপোর্ট ঃ তেলের উত্তোলন ও সরবরাহ কমানোর ব্যাপারে সম্মত হয়েছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়া। জ্বালানি তেলের ধারাবাহিক দরপতনের পর পৃথকভাবে এ পূর্বাভাস দেন রুশ উপ-প্রধানমন্ত্রী আরকাদি দ্রকোভিচ এবং ওপেকের গভর্নর নাওয়াল আল ফুজায়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়া হবে। ওপেকও জানায়, জ্বালানির সরবরাহ কমাতে প্রস্তুত ওপেক। তবে ওপেক বহির্ভূত দেশগুলো উত্তোলন কমানোর ব্যাপারে এখনো উদাসীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন