কর্পোরেট রিপোর্ট ঃ তেলের উত্তোলন ও সরবরাহ কমানোর ব্যাপারে সম্মত হয়েছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়া। জ্বালানি তেলের ধারাবাহিক দরপতনের পর পৃথকভাবে এ পূর্বাভাস দেন রুশ উপ-প্রধানমন্ত্রী আরকাদি দ্রকোভিচ এবং ওপেকের গভর্নর নাওয়াল আল ফুজায়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়া হবে। ওপেকও জানায়, জ্বালানির সরবরাহ কমাতে প্রস্তুত ওপেক। তবে ওপেক বহির্ভূত দেশগুলো উত্তোলন কমানোর ব্যাপারে এখনো উদাসীন।
মন্তব্য করুন