শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আর্থিক চুক্তির পাশাপাশি হাইড্রো কার্বন সেক্টর নিয়ে আলোচনা

কাতারে শীর্ষ ব্যবসায়ীদের সাথে নরেন্দ্র মোদির বৈঠক

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাঁচ দেশ সফরে বের হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার কাতারে পৌঁছেন। দেশটিতে গিয়েই তিনি বৈঠক করেন সে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে। তিনি তাদের বলেন, ব্যবসাই এখনকার সময়ের মূল কথা। আজকের দিনে ব্যবসাকে বাদ দিয়ে কোন কিছইু ভাবা যায় না। পরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করেন। দেশটির সাথে আর্থিক চুক্তির পাশাপাশি হাইড্রো কার্বন সেক্টর নিয়েও আলোচনা করেন তিনি। আজ কাতার থেকে তিনি যাবেন সুইজারল্যান্ড।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আফগানিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘আমির আমানুল্লাহ খান পুরস্কার’ দিয়ে সম্মান জানালেন  আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত শনিবার হেরাতে মোদি আফগান-ভারত মৈত্রী বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধনের পরই তাকে এই সম্মান দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এই তথ্য জানিয়েছেন। মোদির সম্মাননা গ্রহণের একটি ছবি তিনি টুইটারে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন, সত্যিকারের ভ্রাতৃত্বকে সম্মান জানানো হল। প্রধানমন্ত্রীকে আফগানিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা আমির আমানুল্লা খান পুরস্কার দেওয়া হয়েছে। টানা ২৫ মিনিটের বক্তৃতায় মোদির কথায় উঠে আসে চিশতি জন্ম হওয়া সুফি সন্তান খাজা মঈনউদ্দিন চিশতির কথা, যার নামে আজমীরের দরগায় মানুষের ঢল নামে। তিনি বলেন, ভারতে চিশতি সন্তানদের মধ্যে প্রথম খাজা মঈনউদ্দিন চিশতি বলেছেন, মানুষের মধ্যে সূর্যের স্নেহ-ভালোবাসা, নদীর বহমান উদারতা, ধরিত্রীর আতিথেয়তা থাকা উচিত। মোদি আরো বলেন, তার মনের ভেতরে শুধুমাত্র পিতৃভূমির অসাধারণ সৌন্দর্যই  ছিল না, তিনি আফগান মানুষজনের ভাবনাও ফোটাতে পারতেন। সেজন্যই গত ডিসেম্বরে কাবুল সফরে এসে আপনাদের হৃদয়ের স্নেহের পরশ পেয়েছিলাম। আফগানিস্তানের জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানান তিনি। টাইমস ইন্ডিয়া ও এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন