স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেলের রিপোর্টার (ক্রাইম) শাহরিয়ার আরিফের উপর সন্ত্রাসী হামলার ১৩ দিন পরও হামলাকারীদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাব। সেই সাথে অনতিবিলম্বে হামলাকারীদের সনাক্ত কওে গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্র্যাব নেতৃবন্দ। হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত ২৩ মে রাত আনুমানিক ৮টায় কাজ শেষে বারিধারাস্থ যমুনা টেলিভিশনের অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশানের শাহাজাদপুর এলাকায় পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলায় শাহরিয়ার আরিফ বাম চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় ওই রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর- ১৪৫৪, তারিখ-২৩/০৫/২০১৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন