শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাই বন্যায় তাদের পাশে নাই- ড.খন্দকার মোশারফ হোসেন

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৪:২৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত হয় নাই।তাই তারা বন্যায় জনগনের পাশে নাই। দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অথচ প্রধানমন্ত্রী বন্যাকবলিত দুর্দশাগ্রস্থ মানুষের পাশে না দাঁড়িয়ে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন ইয়াবা ব্যবসায়ীরা জামিনে মুক্তি পায় কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় না।আদালত খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখে নাই স্বয়ং প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আটকে রাখা হয়েছে।অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন,দেশে ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে। সরকার ডেঙ্গু রোগকেও গুজব বলে চালিয়ে দিতে চাইছে। খালেদা। রবিবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
উপজেলার কোনাবাড়ি দাখিল মাদরাসামাঠে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপিসাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রমুখ।এসময় ৬শ পরিবারের প্রতিটিকে ১০ কেজি করে চাল,চিরা,ডাল,লবন ও খাবার স্যালাইন দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন