শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কাশ্মীরে মসজিদে নজরদারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েনের পর এবার উপত্যকাটির সব মসজিদের ওপর নজরদারি চালাবে ভারত। রাজ্যের সব মসজিদের বিস্তারিত তথ্য চেয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুসারে সেখানকার সব মসজিদের বিস্তারিত তথ্য ও ব্যবস্থাপনা কমিটিতে কারা কারা আছেন তাদের তথ্য দিতে বলা হয়েছে। রোববার রাতে এ নির্দেশনা জারি করেছে কাশ্মীরের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট অব পুলিশ। শহরের পাঁচটি জোনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ কার্যালয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে। কাশ্মীরে ওপর নজরদারি চালানোর এ পরিকল্পনার নেপথ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন ১৬ সদস্যের একটি টিম। নির্দেশনায় বলা হয়েছে, ‘অনুগ্রহ করে আপনার এলাকার সব মসজিদের তথ্য এবং এর ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিস্তারিত যত দ্রæত সম্ভব সরবরাহ করুন। উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাজকে এগিয়ে নিতে এ নির্দেশনা দেয়া হচ্ছে।’ এর আওতায় মসজিদটির নাম, ভৌগোলিক অবস্থান, মৌলভীর নাম, তার ঠিকানা এবং মসজিদের চেয়ারম্যানের নাম ও তার ঠিকানা জানাতে হবে। কিছুটা চুপিসারে নির্দেশনাটি দেয়া হলেও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পিটিআই, গ্রেট কাশ্মীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন