শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকুল ২০১৬-এর উদ্বোধন

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গ্রীন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের উপক‚ল অঞ্চলের স্কুল পড়–য়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উপক‚লজুড়ে জনসচেতনতামূলক কর্মসূচি ‘এফএসআইবিএল সবুজ উপক‚ল ২০১৬’-এর উদ্বোধন করা হয়েছে। উপক‚ল অঞ্চলে স্কুল-ভিত্তিক ২৬টি স্থানে কর্মসূচির আয়োজন করা হবে। এ কর্মসূচির মধ্যে রয়েছে সবুজ শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, চিঠি লেখা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, গাছের চারা বিতরণ ও রোপণ, আলোচনা সভা, সচেতনতামূলক সংগীতানুষ্ঠান, নাটক, পুরস্কার বিতরণ ও স্মরণিকা প্রকাশ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এস কে সুর চৌধুরী। সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, একুশে টিভির ডিরেক্টর মার্কেটিং এন্ড ব্রডকাস্ট রবিউল হাসান, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর স্পেশাল করেসপন্ডেন্ট জিয়াউর রহমান, বাংলা নিউজ ২৪-এর সংবাদ প্রতিনিধি শাহেদ এরশাদ, রেডিও ভ‚মির প্রযোজক ও উপস্থাপক আহম্মেদ ইমতিয়াজ সাব্বির, আয়োজক প্রতিষ্ঠান উপক‚ল বাংলাদেশের পরিচালক মো. রফিকুল ইসলাম মন্টু উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ, সবুজ উপক‚ল কার্যক্রম পরিচালনা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন