শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সময় চাইলেন মাহী বি. চৌধুরী দম্পতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে ‘বিকল্পধারা বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরি এবং তার স্ত্রী আশফাহ হককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৮ জুলাই সংস্থার উপ-পরিচালক জালালউদ্দিন আহমেদ পৃথক চিঠিতে তাদের তলব করেন। আগামি ৭ আগস্ট অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। তবে এ চিঠি প্রাপ্তির পরপরই মাহী বি. চৌধুরি দম্পতি পাল্টা চিঠি দিয়ে হাজির হওয়ার জন্য ২ সপ্তাহ সময় চেয়েছেন বলে জানা গেছে। ২৯ জুলাই দুদকের তলবি নোটিস হাতে পেয়েই তিনি সময় প্রার্থনা করেন। উল্লেখ্য, মাহী বি. চৌধুরি মুন্সিগঞ্জ-১ আসনের এমপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন