শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বৈঠক করলেন ইমরান খান আজ বসছেন মোদি

কাশ্মীর ইস্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:১০ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার বিকাল তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ শীর্ষ পর্যায়ের অন্য সেনা কর্মকর্তারা। এছাড়া, আযাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কাশ্মির বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক বিশেষ সহকারীও বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাসরত জনগণের বিরুদ্ধে ভারতীয় সেনারা গুচ্ছ বোমা ব্যবহার করেছে -এমন অভিযোগ এনে এ বৈঠকটি আহ্বান করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বেসামরিক জনগণের ওপর গুচ্ছ বোমা ব্যবহারের ঘটনায় বৈঠক থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।
এদিকে কাশ্মীর বিষয়ে আজ সোমবার সকালে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৯টায় নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে কাশ্মীর বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
অন্যদিকে কাশ্মীরজুড়ে চরম আতঙ্কের মধ্যে আরও অতিরিক্ত ৩৮ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। কাশ্মীরের কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ারও দাবি করেছে ভারত। অমরনাথমুখী হিন্দু তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।
ভারতের সেনাবাহিনীর দাবি, কাশ্মীরের বিদ্রোহীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নির্মিত এম-২৪ স্নাইপার রাইফেলের একটি বড় ভান্ডার জব্দ করেছে তারা।
পাকিস্তানি সেনাবাহিনী তীর্থযাত্রায় সম্ভাব্য ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্য পাওয়ার পরদিন এই অস্ত্রভান্ডার জব্দ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সূত্র: ডন ও আইআরআইবি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন