স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল সকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে পেটের ভেতর থাকা ১০টি সোনার বার বের করেন তিনি। এসব সোনার মোট ওজন ১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, খোরশেদ আলম নামে ওই যাত্রী সোমবার রাতে মালয়েশিয়া থেকে এমএইচ ১৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর কাস্টমস হলে ঘোরাঘুরি করছিলেন তিনি। কাছে শুল্কযোগ্য কোনো পণ্য আছে কি না জানতে চাইলে কর্মকর্তাদের উপর রেগে যান তিনি। গোয়েন্দা কর্মকর্তাদের নাম, পদবী জানতে চেয়ে দেখে নেয়ার হুমকি দেন তিনি।
এক পর্যায়ে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করে তার তল পেটের ভেতরে থাকা স্বর্ণের বারের অস্তিত্ব টের পাওয়া যায়।
সোনা চোরাচালানের অভিযোগে খোরশেদকে বিমানবন্দর থানায় হস্তান্তরর করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এর আগেও শুল্ক গোয়েন্দাদের বেশ কয়েকটি অভিযানে চোরাচালানীদের পেট থেকে সোনার বার জব্দ করার ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন