শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫ কোটি টাকা দামের গাড়ি জব্দ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫ কোটি টাকা মূল্যের গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গতকাল (মঙ্গলবার) এ গাড়িটি জব্দ করে। র‌্যাব জানায়, নগরীর পূর্ব নাসিরাবাদ গ্রীন ভিউ আবাসিক এলাকার ৪নং সড়কের ৩২নং বাড়িতে গাড়িটি ছিল। জনৈক নুরুল আফসার বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে কাগজপত্রবিহীন গাড়ি আমদানি করেন। তার বাসার গ্যারেজে থেকে বিলাসবহুল ৩২০০ সিসির মিৎসুবিসি শোগন গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গাড়িটি শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন