শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার 

২০১৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ। এ বছরে ৩২ হাজার শিক্ষার্থী ১ লাখ ১৬ হাজার বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মাহাবুবুর রহমান। বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণের জন্য যে মোবাইল সংযোগ থেকে আবেদন করা হয়েছে সে নম্বরে ফলাফল পাঠিয়ে দেয়া হবে। একই সাথে এ ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। এদিকে একাদশে ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামীকাল (আজ) ফল প্রকাশ করা হবে। যাদের ফল ইতিবাচক হবে তারা কাল ও পরশু এ দু’দিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করে নিতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন