শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাবুল আক্তারের স্ত্রী দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার : ডিএমপি

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকা-কেও দেশী-বিদেশী ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, বাবুল আক্তারের স্ত্রী দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার। গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, বিদেশী মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করা হবে। গত ৫ জুন রোববার সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জুন বুধবার হাটহাজারী থেকে সাবেক শিবির কর্মী আবু নছর গুন্নুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। সাবেক এই শিবির কর্মী দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থাকলেও ৫ বছর আগে দেশে ফিরে হাটহাজারীর ফতেয়াবাদের একটি মাজারে খাদেম হিসেবে যোগ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন