শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খুনিদের নাম প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে ইমরানের দাবি

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, তার কাছে দেশের সব তথ্য আছে। আমরাও জানি তাঁর কাছে সব তথ্য থাকে। তাই তাদের নাম প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনতে তাকে অনুরোধ জানাচ্ছি। গত বুধবার রাতে ইমরান সরকার তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ অনুরোধ করেন।
ইমরান বলেন, অবিলম্বে সাংবাদিক সাগর-রুনির খুনিদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনুন। অবিলম্বে তনুর খুনি-ধর্ষকদের নাম প্রকাশ করে বিচার করুন। অবিলম্বে লেখক-প্রকাশক-ছাত্র-শিক্ষকসহ, মুয়াজ্জিন-পুরোহিত-যাজক হত্যায় জড়িতদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনুন।
তিনি আরো বলেন, অবিলম্বে বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের বিচারের আওতায় আনুন। আমরা বিশ্বাস করতে চাই উপরিল্লিখিত খুনি-ধর্ষক-লুটেরাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তাহলে এদের নাম প্রকাশ করে বিচার করতে সরকারের এতো অনীহা কেন?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন