শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ময়মনসিংহের হালুয়াঘাট ও গৌরীপুর উপ-নির্বাচন ১৮ জুলাই

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম




স্টাফ রিপোর্টার : সম্প্রতি শূন্য ঘোষিত ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আগামী ১৮ জুলাই ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এই দুটি আসনের  একযোগে উপ-নির্বাচনের তফসিল দিয়েছে ইসি। ঘোষিত তফসিল মোতাবেক, রিটার্নিং  অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ জুন, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২২ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ জুন, বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ জুন, ভোট গ্রহণ ১৮ জুলাই। এর আগে গত ১১ মে (বুধবার) ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করছে সংসদ সচিবালয়। তার আগে গত ২ মে (সোমবার) ময়মনসিংহ-৩ আসনের এমপি ডা. মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় সংসদ সচিবলায় এ আসনটিও শূন্য করে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে, নব্বই দিনের মধ্যে সে আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।   সে হিসেবে আগামী ৮ আগস্টের মধ্যে ময়মনসিংহ-১ আসনে এবং ৩০ জুলাইয়ের মধ্যে ময়মনসিংহ-৩ আসনে উপ-নির্বাচন করতে হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাইকে ভোটের দিন ধার্য করা হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ জুন। মনোনয়নপত্র বাছাই ২২ জুন। আর প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২৯ জুন। ময়মনসিংহ-১ আসনের মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৫১০ এবং ময়মনসিংহ-৩ আসনের ভোটার ২ লাখ ৪ হাজার ৫৩০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন