‘বিকল্প ধারা বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী এমপিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সংস্থার উপ-পরিচালক জালালউদ্দিন আহমেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাহী বি. চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে গত ২৮ জুলাই মাহী বি. চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হককে তলবি নোটিস দেয়া হয়। তবে ওই নোটিসের প্রেক্ষিতে তথ্য-উপাত্ত সংগ্রহে আরো সময় চেয়ে আবেদন জানান মাহী বি. চৌধুরী দম্পতি। এ পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট তাদের আবার তলবি নোটিস দেয়া হয়। ওই নোটিসের প্রেক্ষিতে তিনি আবারো সময় প্রার্থনা করেন। দ্বিতীয় আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ১৮ দিন সময় দেয় কমিশন। সে অনুযায়ী গতকাল সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দিতে আবারো নোটিস দেয়া হয়। এ প্রেক্ষিতে মাহী বি. চৌধুরী দুদকে হাজির হন। তবে তার স্ত্রী হাজির হননি। দুদক ত্যাগকালে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন