শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাবেয়া-রোকাইয়ার অবস্থা স্থিতিশীল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঢাকা সিএমএইচ-এ জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকাইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে শিশু দুটির শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছে আইএসপিআর।
গতকাল সোমবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ আগস্ট ঢাকা সিএমএইচ-এ ৩৩ ঘণ্টাব্যাপী মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকাইয়ার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পর হাঙগেরীয় মেডিক্যাল টিমের সদস্যরা দেশে ফিরে গেছেন। এরপর ঢাকা সিএমএইচ-এর একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিকভাবে শিশু দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। মেডিক্যাল টিমের সদস্যরা শিশু দুটির অপারেশন পরবর্তী জটিলতা কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে রোকাইয়ার পরিস্থিতি রাবেয়ার তুলনায় কিছুটা জটিল। রাবেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা এখন যথেষ্ট ভালো ও স্থিতিশীল। রোকেয়ার অপারেশন পরবর্তী অচেতনতা এখনও কিছুটা রয়ে গেছে। সৃষ্টিকর্তার কৃপায় এবং চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় অচিরেই সে সুস্থ হয়ে উঠবে এটাই সবার কামনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন