কর্পোরেট ডেস্ক ঃ বাড়তি চাহিদার কারণে এশিয়া এবং যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৩৫ থেকে ৬০ সেন্ট পর্যন্ত বাড়িয়েছে বৃহত্তম জ্বালানি রফতানিকারক দেশ সৌদি আরব। সেইসাথে চাহিদা তুলনামূলক কম থাকায় ইউরোপে রফতানির ক্ষেত্রে ব্যারেল প্রতি ৩৫ সেন্ট এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে রফতানির ক্ষেত্রে দাম ব্যারেল প্রতি ১০ সেন্ট পর্যন্ত কমিয়েছে সৌদি সরকার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর তথ্য অনুযায়ী, এ দাম কার্যকর হবে জুলাই থেকে। এশিয়া ও যুক্তরাষ্ট্রে রফতানিতে শিপমেন্টের ক্ষেত্রে ব্যারেল প্রতি জ্বালানির মূল্য পড়বে আরো বেশি। অতিরিক্ত সরবরাহ আর দরপতনের কারণে জ্বালানির বাজার অস্থির থাকলেও আপাতত উত্তোলন বন্ধের ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে পারেনি জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন