কর্পোরেট রিপোর্ট ঃ ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ১১ মাসে রপ্তানি পরিমাণ ছাড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী তা ২ দশমিক সাত তিন শতাংশ কম। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো’র পাঠানো রপ্তানি বিবরণীতে এই তথ্য জানানো হয়। বিবরণীতে দেখা যায়, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ৩১ দশমিক ১২ বিলিয়নের বিপরীতে রপ্তানি হয়েছে প্রায় ৩০ দশমিক ২৭ বিলিয়ন ডলারের পণ্য। গেল অর্থবছরে একই সময় মোট রপ্তানি পরিমাণ ছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন। বিবরণীতে আরও দেখা যায়, চলতি অর্থবছরের মে মাসের নীটওয়্যার, ওভেন গার্মেন্টস ও হোম টেক্সটাইলের মোট লক্ষ্যমাত্রার বিপরীতে বেশি পরিমাণ রপ্তানি হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জন্য মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন