শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আন্দোলন বেগবান করার ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:২৩ পিএম

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন আদায়ের লক্ষ্যে আন্দোলন আরও বেগবানের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) সকালে চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করছি। আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন আরও বেগবান করব।’

তিনি বলেন, ‘আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত একটা নির্বাচন চাই। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন।’

‘দেশে গণতন্ত্র নেই’ এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘সরকার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নির্বাসিত। আমাদের প্রতিকূল পরিবেশে রাজনীতি করতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরকার বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। সরকার জানে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সব দলকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায় করব।’

এর আগে জিয়াউর রহমানের কবরে বিএনপি নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। এসময় বিএনপির সিনিয়র ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন