বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুনীল গমেজ হত্যাকান্ড ছয়দিনেও কোন তথ্য প্রমাণ মিলেনি

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল দানিয়েল গমেজ হত্যার ছয়দিনেও কোন তথ্য প্রমাণ মেলেনি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এই হত্যার দায় স্বীকার করলেও পুলিশসহ একাধিক আইন-শৃঙ্খলা বাহিনী কোন ক্লু পাওয়া যায়নি। পরিবারের লোকজন এখনও হত্যার কারণ জানতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সুনীল গমেজ হত্যাকা- মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা ডিবির ওসি আব্দুল হাই জানান, এখনও বলার মত কোন তথ্য পাওয়া যায়নি তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সরেজমিনে শনিবার বনপাড়ার খ্রিস্টান পল্লীতে গিয়ে দেখা যায় এলাকায় এক সুনসান নীরবতা বিরাজ করছে। বাড়ির সামনে পুলিশী পাহারা বসানো হয়েছে। সুনীল গমেজ হত্যার পর থেকেই তার স্ত্রী যোসেন্তা গমেজ পাশেই তার মেয়ে স্বপ্ন গমেজের বাড়িতে থাকছেন। সেই বাড়িতে সুনিল গমেজ হত্যা মামলার বাদি তার মেয়ে মেয়ে স্বপ্না গমেজ এবং বাহরাইন থেকে আসা তার স্বামী অতুল গমেজ ও নিহত সুনীল গমেজের স্ত্রী যোসেন্তা গমেজের সাথে কথা বলে জানা যায় তারা কাউকেই তারা সন্দেহ করছেন না এমনকি পুলিশ যাকে আটক করেছে সেই সবুজও তাদের সন্দেহের তালিকায় নেই। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষি ব্যক্তির শাস্তির দাবি করেছেন। এদিকে আটক সুনীল গমেজের ভাড়াটে আব্দুল্লাহ আল মামুন সবুজকে প্রথম দফায় দুই দিনের রিমান্ড কোন তথ্য না পেয়ে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। এখনও পর্যন্ত তার কাছ থেকে হত্যার ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। আটক সবুজের পরিবার কদমচিলান নতুন বাজারে তার মুক্তির দাবিতে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এখানে বলা হয় সবুজ কোন ভাবেই এই জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারেনা। এরপরেও তদন্তে প্রমানিত হলে তার দৃষ্টান্তমূলক সাজা হোক পরিবারের লোক এবং এলাকাবাসী সেই দাবি জানান তবে সেই সাথে তারা সবুজ নিরপরাধ হলে তাকে দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কদমচিলান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার, সবুজের বড় ভাই আনোয়ার হোসেন মিঠু ও আফজাল হোসেন বাবু, স্থানীয় কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমান শামিম, সাবেক মেম্বার হাবিবুর রহমান এবং প্রতিবেশী আব্দুল শাহ্ ও আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার জোসনা বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন