শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হয়েছে।
দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন. দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে গতকাল সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০টায় গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটের সভাপতিত্বে সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন