শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার ইফতার মাহফিলে রাজনীতিকদের মিলনমেলা

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শনিবার রাজনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি প্রধান। ইফতারের পূর্বে খালেদা জিয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলে আওয়ামী লীগ প্রধানসহ দলটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হলেও কাউকে উপস্থিত হতে দেখা যায়নি। বিশ দলীয় জোট শরিকদের বাইরেও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার, বিদিশা এরশাদ ইফতার মাহফিলে যোগ দেন।
২০ দলীয় জোটের শরিকদের মধ্যে ইফতার পার্টিতে যোগ দেনÑ বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টিও সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (জাফর) টিআইএম ফজলে রাব্বি, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, পিপলস পার্টি গরিবে নেওয়াজ, জাগপার শফিউল আলম প্রধান, জাতীয় পার্টি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি খন্দকার গোলাম মোর্তূজা, লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির আবু তাহের, এনডিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে ইফতার পার্টিতে যোগ দেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মীর মোহাম্মদ নাছির, ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এনামুল হক চৌধুরী, নাদিম মোস্তফা, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জহিরুল হক শাহাজাদা, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডা. সাখাওয়াত জীবন, শামা ওবায়েদ, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শাহ ওয়ারেস আলী মামুন, শহিদুল ইসলাম বাবুল, অনিন্দ্য ইসলাম অমিত, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাহ উদ্দিন টুকু, হাবীবুল ইসলাম হাবীব, অ্যাডভোকেট রফিক শিকদার, কাজী আবুল বাশার, শেখ রবিউল আলম রবি, আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।
এছাড়া ছাত্রদলের রাজীব আহসান, মো. আকরামুল হাসান, আলমগীর হাসান সোহান, সাবেক ফুটবলার আমিনুল হক প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ দলের নেতাকর্মীরাও যোগ দেন।
২০ দলের নেতাদের মধ্যে আরো যারা অংশ নেনÑ জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হয়দার, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, শামীম বিন সাঈদী, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন