ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মতিঝিল থানার ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই মেধাবী শিক্ষার্থী। মমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমিনের পরিবারের পক্ষ থেকে আজ উত্তর ইব্রাহিমপুর শহীদ কামরুল ইসলাম মমিন স্মৃতি একাডেমীতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০০৫ সালে কলেজ ছাত্র মমিনকে কলেজে যাওয়ার পথে নিজ বাড়ীর অদূরে ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ঐ দিনই মমিনের পিতা আব্দুর রাজ্জাক ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করে।
গত ২০ জুলাই ২০১১ সালে ঢাকা দ্রæত বিচার ট্রাইবুনাল-৪ এর বিচারক মো: রেজাউল ইসলাম মমিন হত্যা মামলার রায়ে রফিকসহ ৩ জনের ফাঁসি এবং শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজসহ ৬ জনের যাবজ্জীবন কারাদÐ ঘোষণা করেন। এর মধ্যে ফাঁসির দÐপ্রাপ্ত এ কে এম রফিকুল ইসলাম ওরফে ওসি রফিক কারাগারে মারা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন