প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছেন জামাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জামাইকে বরণে চারদিকে সাজ সাজ রব। বর্ণিল সাজে সেজেছে পুরো কিশোরগঞ্জ শহর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিমন্ত্রী জামাইকে বরণ করা হবে। গতকাল বিকেলে কিশোরগঞ্জে সরকারি সফরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্িরতমন্ত্রী ছাড়াও কিশোরগঞ্জের জামাই তিনি। প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি যাচ্ছেন ফরহাদ হোসেন। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলামের আপন ভাই, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়ার মেয়ের জামাই ফরহাদ হোসেন দোদুল। মেহেরপুরের রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম ছহিউদ্দিন আহমেদের ছেলে। ২০০৩ সালে সাবেক এলজিআরডি ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো বোন সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। চারদিনের সফরে কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তার আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ শহরে বইছে উৎসবের আমেজ। শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও জেলা প্রশাসন এবং জেলা আওয়ামী লীগ অতিথি বরণে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার বড় ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ছোট বোন ও বোন জামাইকে বরণের জন্য আমরা পারিবারিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। কিশোরগঞ্জে অবস্থানকালে প্রতিমন্ত্রী আমার বাসায়ই রাতযাপন করবেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এলাকায় আসলে সরকারি যে কর্মসূচি তা রাখা হযেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন