শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

চীন সফর শেষে আজ দেশে ফিরছেন শিল্পমন্ত্রী

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু চীন সফর শেষে আজ দেশে ফিরছেন। রোববার চীনে ‘শিল্প উৎপাদন, দক্ষতা বৃদ্ধিতে সহায়তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে গত শনিবার চীনে গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী ও ২৪তম আমদানি-রফতানি পণ্যের দুদিনের মেলা চীনের কুনমিংয়ে রোববার শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পমন্ত্রী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাসহ তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। শিল্পমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে চীনা বিনিয়োগ ও দেশটির শ্রমঘন শিল্পকারখানা এ দেশে স্থানান্তরের প্রস্তাব তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক উৎপাদন দক্ষতাবিষয়ক সহায়তা জোরদার সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে চীনা বিনিয়োগ এবং চীনের শ্রমঘন শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তর প্রস্তাব তুলে ধরেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন