শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নওগাঁয় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১ আহত ৬

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। নিহতের নাম ওয়াহেদ আলী। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং চকমনসুর গ্রামের মৃত. তমির উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গত ১০ আগস্ট থেকে আহবায়ক কমিটি গঠন নিয়ে বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিল। এর প্রথম বিরোধ প্রকাশ্যে রূপ নেয় ১৬ আগস্ট সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে। দ্বিতীয় বিরোধ হয় গত ২২ আগস্ট দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। এরপর সর্বশেষ গত রোববার বিকেলে খড়িবাড়ী হাটে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সভা চলাকালীন সময় হামলার মধ্য দিয়ে।
অভিযোগ পাওয়া গেছে, সাবেক চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনের নেতৃত্বে ১০/১২জন হেলমেট মাথায় পরা অবস্থায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ঐ সভায় আক্রমণ করে। এতে বাহাদুরপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য ওয়াহেদ আলী, একই ইউনিয়নের করিমপুর গ্রামের সোহেল, মো. আব্দুল আজিজ, বদলপুর গ্রামের নূরুননবী নূহু আহত হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে ওয়াহেদ আলী চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মারা যায় এবং নূরুন নবী নূহুর অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
নিয়ামতপুর থানার ওসি শামসুল আলম শাহ বলেন, গত রোববার বিকালে উপজেলার খড়িবাড়ী হাটে বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গতকাল সোমবার ওয়াহেদ আলী নামে বাহাদুরপুর ইউপির সদস্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। অফিসিয়ালি কোন তথ্য প্রমান পাইনি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন