শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মতিঝিল এজিবি কলোনীতে গণপূর্তের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মতিঝিল এজিবি কলোনির অবৈধ ভাবে গড়ে তোলা ঘর উচ্ছেদ করেছে গণপূর্ত অধিদফতর। গতকাল সোমবার সকাল ১১টার দিকে অভিযান শুরু করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, মতিঝিল এজিবি কলোনিতে সববাবকারীরা অবৈধ ভাবে একটি ভবনের সঙ্গে নতুন করে আর একটি ঘর নির্মাণ করেছে। সেই ঘরগুলোর কোন অনুমোদন দেয়া হয়নি। সে কারণে এ গুলো উচ্ছেদ করা হচ্ছে। আজ মঙ্গলবারও উচ্ছেদ অভিযান চলবে। উচ্ছেদের নোটিশ দিয়ে মাইকিং করা হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তার জন্য এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
###

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ