পিরোজপুরের নাজিরপুরে মোবাইল কোর্ট দুই বেকারি ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাহমি মো. সায়েফের নেতৃত্বে শেখমাটিয়া ইউনিয়নের রামনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা কেমিক্যাল মিশিয়ে রুটি, বিস্কুট এবং কেক তৈরি করার সময় মো. জামিল উদ্দিন ফকিরের পুত্র মো. সাঈদী ও হারিছ শেখের পুত্র এস্তাহারকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাহমি মো. সায়েফ ইনকিলাবকে বলেন, স্বাস্থ্য সম্মত খাবার দেয়ার নিশ্চয়তায় এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস ও নাজিরপুর থানার কনস্টেবল নায়েক মিজানুর রহমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন