দেশে আইনের শাসন না থাকায় পুরো দেশ ক্যাসিনোতে সংক্রমিত। দলীয় নেতাকর্মীরা কালো টাকার নেশায় ক্যাসিনো বাণিজ্যে জড়িয়ে পড়ছে। মদ জুয়া ও দুর্নীতি বন্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। মানুষের আত্মশুদ্ধি না হলে অপরাধ প্রবণতা কমবে না। বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ সভা-সমাবেশ ও বিবৃতিতে এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে আইনের শাসন না থাকায় পুরো দেশ ক্যাসিনোতে সংক্রমিত। দলীয় নেতাকর্মীরা বেপরোয়া ক্যাসিনো বাণিজ্যে জড়িয়ে পড়ছে। ছাত্রলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে এবং যুবলীগ ক্যাসিনো সংস্কৃতিতে আক্রান্ত। অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা সকলেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সরকার দলীয় লোকজন এখন ক্যাসিনো সংস্কৃৃতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়কালে পীর সাহেব এসব কথা বলেন। পীর সাহেব বলেন, দুর্নীতি মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের অভিযানে প্রমাণিত হচ্ছে সরকার দলীয় লোকজন দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। এ দুর্নীতি ও ক্যাসিনো আক্রান্ত সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মানুষের আত্মশুদ্ধি না হলে অপরাধ প্রবণতা কমবে না। মদ-জুয়া লটারী এগুলো শয়তানের কাজ। মদ-জুয়া ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে।
গতকাল সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন ডেমরা থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মুফতি জাফর আহমদ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মামুনুর রশীদ, মুফাসিস্র হোসাইন, মুফতি শাহাদাত হুসাইন, মাওলানা আব্দুল মালেক ও হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বেলাল।
ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মদ জুয়া ও দুর্নীতি বিরোধী অভিযানকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী সদিচ্ছারই বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, মদ-জুয়াসহ দুর্নীতি দমনের মতো একটি জটিল কাজে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
মদ্যপায়ী গঞ্জিকাসেবী জুয়ারী ও নেশাখোরদের উপদ্রব দেশের সর্বত্র ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর সরকারই প্রথম মদ জুয়া ও রমনা রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের ঘোড় দৌড় প্রতিযোগতা বন্ধ করেছিলেন।
তিনি বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে মদ-জুয়া সম্বলিত সকল ক্যাসিনো ও ক্লাব বন্ধ ও দুর্নীতির মূলোৎপাটন না হওয়া পর্যন্ত এই প্রশংসনীয় অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন