রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মিসরের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা ঃ মিসরের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ও মিসরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশ রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের স্বার্থে একে অন্যের সঙ্গী হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে নিয়োজিত মিসরের রাষ্ট্রদূত ও কূটনীতিক কোরের প্রধান মাহমুদ ইজ্জাত গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এসে এসব কথা বলেন।
মিসরের রাষ্ট্রদূত গত চার বছর তার দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে মিশরে আসার আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী মিসরের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও মিসরের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাতের চলতি মাসের শেষ সপ্তাহে বিদায় নেয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন