সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির সঙ্গে বৈঠক করেছেন। দেশটির দুটি তেল স্থাপনায় গত সপ্তাহের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে বুধবার এ বৈঠকে বসেন তারা।
সৌদি সংবাদ সংস্থাকে এক কর্মকর্তা বলেন, আরমাকো তেল স্থাপনায় হামলাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে বৈঠকে তারা আলোচনা করেন। সৌদি আরবের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর বৈঠকে জোর দেয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বরের ওই হামলায় সৌদি তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। বিশ্ববাজারে তেলের দামও আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। এর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলছে।
কয়েক দশকের সম্পর্কের টানাপোড়েনের পর সৌদি-ইরাকের মধ্যে উষ্ণতা ফিরতে শুরু করেছে। আরমাকো হামলার ঘটনায় রিয়াদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাগদাদ।
ইরাকি তেলমন্ত্রী থামের আল-ঘাদবান সৌদি আরবে যুবরাজ আবদুল আজিজ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন