বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ব্যাংকের সহায়তা কামনা জাকাতের অর্থ সংগ্রহে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার
জাকাতের অর্থ সংগ্রহে ব্যাংকের সহায়তা চেয়েছে জাকাত বোর্ড। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও জেলা প্রশাসকদের সহযোগিতাও চাওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাকাত বোর্ডের সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল বলেন, জাকাত বোর্ড সকল ব্যাংক ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে বিত্তবান ব্যক্তিদের থেকে জাকাত সংগ্রহের অনুরোধ করেছে। দুঃখজনক হলেও সত্য, জাকাত বোর্ড যে হারে জাকাত পায়, তা বোর্ডের কার্যক্রমের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। জাকাতের এ অর্থ সংগ্রহে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জাকাত বোর্ড কাজ করে। ১৯৮২ সালে গঠিত এ বোর্ড জাকাতের অর্থ সংগ্রহ করে দরিদ্রদের কল্যাণে ব্যয় করে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ১৯৮২ সাল থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত জাকাত বোর্ড ১৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করেছে। জাকাত বোর্ড ৮টি খাতে সংগৃহীত অর্থ ব্যয় করে থাকে। এর মধ্যে টঙ্গীতে একটি শিশু হাসপাতাল পরিচালনা করা হয়। দেশের ২০টি জেলায় ২৩টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রিকশা, ভ্যান, সেলাই মেশিন প্রদানের মাধ্যমে দুস্থ পুরুষ বা বিধবাদের পুনর্বাসনসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকে জাকাত বোর্ড। নির্দিষ্ট বছরে অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহের পর বৈধভাবে উপার্জিত সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রৌপ্য বা সমমূল্যের অর্থ বা সম্পদ থাকলে তার ওপর আড়াই শতাংশ জাকাত দেয়া ইসলামের বিধান রয়েছে। এদিকে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানকারী ব্যক্তিকে প্রণোদনা দেয়ার কথা ভাবছে অর্থ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে যেসব ব্যক্তি ব্যাংকের মাধ্যমে জাকাত দিচ্ছেন তাদের তালিকা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ তালিকা পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন