সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

প্লাস্টিক ও রাবারের জুতার ওপর ভ্যাট অব্যাহতির দাবি

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার
দেশে উৎপাদিত প¬াস্টিক পাদুকা ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর নতুন করে আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে সংশ্লি¬ষ্টরা। মঙ্গলবার ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি ও বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন। যৌথভাবে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, প্রস্তাবিত ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পূর্ববর্তী সব ধরনের পণ্যগুলোকে ভ্যাটের আওতামুক্ত রেখে শুধুমাত্র প¬াস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল ও প¬াস্টিক পাদুকার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি প্রত্যাহার করা হয়। যা আমাদের অবাক করেছে। সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বেলাল বলেন, এই পদক্ষেপের কারণে ছোট ছোট কারখানাগুলো ধ্বংস হয়ে যাবে এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। তাই আমরা প¬াস্টিক পাদুকা ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর ভ্যাটের অব্যাহতি বহাল রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করে সমতা ও ন্যায়ের বাজেট পাস করার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ঊর্ধ্বতন সহ-সভাপতি শাকিল হোসেন, বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন