কর্পোরেট রিপোর্টার
পোশাক শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ জমা হবে সোনালী ব্যাংকে। শ্রমিকদের জন্য গঠিত শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ সংগ্রহ করে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় খোলা অ্যাকাউন্টে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে প্রতি একশ টাকা তৈরি পোশাক রফতানির বিপরীতে ৩ পয়সা এ অ্যাকাউন্টে জমা করতে হবে। সাত দিনের মধ্যে এ হিসাবের অর্থ ওই অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। শ্রমিকদের কল্যাণে এ তহবিলের অর্থ ব্যয় হবে। বিজিএমইএর হিসাব অনুযায়ী, এ খাতে বছরে প্রায় ৮০ কোটি টাকা জমা হবে। শ্রমিকদের আপৎকালীন প্রয়োজনে এ অর্থ কাজে লাগানো হবে। যেমন- শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও চাকরিরত অবস্থায় অসুস্থতার কারণে স্থায়ী অক্ষম হলে ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান এবং বিশেষায়িত হাসপাতাল নির্মাণে তহবিলের অর্থ কাজে লাগানোর কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ব্যাংক রোববার এ বিষয়ে একটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অনুলিপি সংযুক্ত করে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, তৈরি পোশাক খাতের এলসি নগদায়নের সময় মোট রফতানি মূল্যের শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ কেটে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় খোলা সেন্ট্রাল ফান্ড (আরএমজি সেক্টর) নামে খোলা হিসাবে (হিসাব নম্বর ০৪৪২৬৩৬০০১০১৮) জমা করতে হবে। একই সঙ্গে স্থানান্তরিত অর্থের বিষয়ে কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সচিবকে অবহিত করতে বলা হয়েছে। সংশোধিত শ্রম আইনের বিধিমালায় পোশাক রফতানির প্রতিটি চালানের ওপর অর্থ কেটে রাখার মাধ্যমে এ তহবিল গঠনের কথা বলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন