কর্পোরেট রিপোর্টার
লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। গত মাসে লেনদেন বেড়েছে আগের মাসের তুলনায় ৮ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৮ হাজার ১৪২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। এপ্রিল মাসে এর পরিমাণ ছিল ৭ হাজার ৫০৪ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, গত মে মাসে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার শেয়ার। যা এপ্রিল মাসে ছিল ১৯৮ কোটি ৩১ হাজার। সেই হিসেবে মে মাসে শেয়ার লেনদেন বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। খাত ভিত্তিক লেনদেনের চিত্রে দেখা গেছে, গত মাসে লেনদেনে প্রথম অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের লেনদেন ছিল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৮৪ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৭৮ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা। আগের মাসের তুলনায় এ খাতের লেনদেন কমেছে। এপ্রিল মাসে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ২৯ শতাংশ ছিল এ খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। এই খাতের লেনদেন ছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৮৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। এপ্রিল মাসে ছিল ৯৪৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যা ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬৪ শতাংশ। তৃতীয় অবস্থানে ছিল ওষুধ খাত। গত মাসে এই খাতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। যা ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৪৫ শতাংশ। এপ্রিল মাসে এর পরিমাণ ছিল ১ হাজার ৩৪৪ কোটি ২ লাখ টাকার শেয়ার। যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯১ শতাংশ। এপ্রিল মাসের তুলনায় মে মাসে ব্যাংক খাতের কোম্পানীগুলোতে লেনদেন বেড়েছে। গত মাসে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৪৩ শতাংশ ছিল ব্যাংক খাতের। যা এর আগের মাসে ছিল ৭ দশমিক ০৬ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন